হোম > অপরাধ > রংপুর

ইয়াবাসহ গ্রেপ্তার আ.লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশি ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের যৌথ স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য জানা গেছে। 

এ ছাড়া আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

অব্যাহতিপত্রে বলা হয়েছে, ইয়াবাসহ আটকের পাঁচ দিন পর গত ১৩ মে উপজেলা আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নির্বাহী সংসদের গঠনতন্ত্র মোতাবেক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ এবং সর্বস্তরের পদ-পদবি থেকে আল মনসুরকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ একটি জনপ্রিয় এবং বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগের দলীয় শৃঙখলা ভেঙে অপকর্মের সঙ্গে জড়িতদের কারোরই আওয়ামী লীগে ঠাঁই নেই। জেলা আওয়ামী লীগ আল মনসুরকে অব্যাহতি দিয়ে সেটি আবার প্রমাণ করেছে।’

এর আগে গত ৯ মে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে আল মনসুরের সার ও কীটনাশকের দোকান থেকে দেড় হাজার ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ওই দিন রাতে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা করলে পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ