হোম > অপরাধ > রংপুর

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, তরুণ কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মো. সাগর (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়। 

গতকাল রোববার রাতে ওই তরুণকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার ও পুলিশ জানায়, গতকাল সাগর ওই ছাত্রীকে কৌশলে তাঁর ফুপির বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন সাগর। এ ঘটনা কাউকে জানালে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ছাত্রীকে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনা বলে। এদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাগরকে আটক করে। পরে তাঁর মোবাইল ফোনে ছাত্রীকে ধর্ষণের ভিডিও পায় পুলিশ। পরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে সাগরকে গ্রেপ্তার দেখানো হয়। 

বাদী বলেন, ‘আমার মেয়েকে জোর করে ধর্ষণ করেছে সাগর। থানায় মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই।’ 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ বলেন, আসামিকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা