হোম > অপরাধ > রংপুর

ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অর্থদণ্ড দেন আদালতের বিচারক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন—র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানির এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। কিন্তু কোম্পানির চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ওই কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ওই আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন অব্যাহত রাখেন। ওই কোম্পানির এমডি কামাল উদ্দীনের অভিযোগও এমন। বিষয়টি র‍্যাবের নজরে আসলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘আমরা ও র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কৃষি পণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরি ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরীক্ষার জন্য কিছু পণ্য স্যাম্পল হিসেবে সংগ্রহ করেছি। এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ