হোম > অপরাধ > রংপুর

ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অর্থদণ্ড দেন আদালতের বিচারক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন—র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানির এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। কিন্তু কোম্পানির চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ওই কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ওই আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন অব্যাহত রাখেন। ওই কোম্পানির এমডি কামাল উদ্দীনের অভিযোগও এমন। বিষয়টি র‍্যাবের নজরে আসলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘আমরা ও র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কৃষি পণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরি ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরীক্ষার জন্য কিছু পণ্য স্যাম্পল হিসেবে সংগ্রহ করেছি। এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ