হোম > অপরাধ > রংপুর

উলিপুরে বাঁশঝাড় থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বাঁশ ঝাড় থেকে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ওই এলাকার আবুল হোসেন ফাগুর ছেলে। স্বজনেরা বলছে, নতুন অটোরিকশা কিনতে বেড়িয়েছিলেন রফিকুল ইসলাম।

নিহতের পরিবার ও এলাকাবাসী বলছে, শুক্রবার ফজরের নামাজের উদ্দেশে মসজিদে যাওয়ার পথে রাস্তার পাশের বাঁশঝাড়ে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাঁরা ডাক–চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে। পরে থানা–পুলিশে খবর দিলে তাঁরা গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

রফিকুলের স্ত্রী লাইজু বেগম আজকের পত্রিকাকে জানান, নতুন রিকশা কেনার জন্য কয়েক দিন আগে রফিকুল ইসলাম তাঁর পুরোনো অটোরিকশাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। পরে গতকাল বৃহস্পতিবার একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিকশা কেনার জন্য সব টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে রফিকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন।

লাইজু বেগম বলেন, ‘স্বামী নতুন অটোরিকশা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে, ফিরল লাশ হয়ে। আমার মনে হয়–আমার স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে কেউ হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী বলেন, ‘রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা–পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।’

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ