প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুরে ২৫ মামলার আসামি মুজাহিদুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুজাহিদুল ইসলাম উপজেলার জানকী লতিবপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন বলেন, মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার ২৫টি মামলা রয়েছে। ৩টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
ওসি আরও বলে, জামায়াত কর্মীও ছিলেন তিনি। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।