হোম > অপরাধ > রংপুর

'বাদীর সঙ্গে অন্তরঙ্গ' সেই এএসআই ক্লোজড

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মামলার বাদীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটক হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই পুলিশ সদস্যের নাম তোফাজ্জল হোসেন। ৩৮ বছর বয়সী তোফাজ্জল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এক সৌদিপ্রবাসীর বাড়িতে যান এএসআই তোফাজ্জল। কিছু সময় পর গোয়ালঘরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে এএসআইকে অন্তরঙ্গ অবস্থায় তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী। খবর পেয়ে তোফাজ্জলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয় গ্রামবাসী। 

পরিচয় গোপন রাখার শর্তে এক প্রতিবেশী বলেন, ‘কিছুদিন আগে জমি নিয়ে ওই নারীর ভাশুরের সঙ্গে স্বামীর বিরোধ হয়। স্বামী প্রবাসে থাকায় এই ঘটনায় ভাশুরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। সেই মামলার তদন্তের দায়িত্ব পান এএসআই তোফাজ্জল। তদন্তের খাতিরে ওই গৃহবধূর বাড়িতে তাঁর আসা-যাওয়া ছিল। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।’ 

তবে মামলার বাদী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তোফাজ্জলের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাতে খেতে ডেকেছিলেন। গ্রামবাসী তোফাজ্জলকে গোয়ালঘর থেকে নয়, বাড়ি থেকে আটক করে। 

ওসি আবদুল্লাহিল জামান বলেন, ‘অভিযুক্ত এএসআইকে সাময়িকভাবে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ