হোম > অপরাধ > রংপুর

৬০ গ্রাম হেরোইনের জন্য মাদক কারবারির আমৃত্যু কারাদণ্ড

পলাশবাড়ী প্রতিনিধি

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে মাদক মামলায় সাজু মিয়া (৪৭) নামে এক মাদক কারবারিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫৫  হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কারাদণ্ডপ্রাপ্ত সাজু মিয়া গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জের বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালে ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জে পুলিশ গুমানীগঞ্জ ইউপি কুন্দখালাসপুর কালিতলায় মোহনের কলাবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি সাজু মিয়াকে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিনই গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।  পরবর্তীতে ২০১৯ সালে ১৭ জুন মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

আসামি জবানবন্দিতে সিরাজুল ইসলাম নামে আরও একজনের নাম জানিয়েছে। কিন্তু সিরাজুল ইসলামের সম্পৃক্ততার বিষয়ে কোনো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত তাঁকে খালাস দেয়। 

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় প্রদান করেছেন। এ সময় আসামিকে হেরোইন মামলায় আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ইয়াবা মামলায় ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। 

পিপি আরও বলেন, এটি একটি দৃষ্টান্তমূলক রায়। এ রায়ের তথ্য সব জায়গায় পৌঁছালে আর কেউ মাদকের সঙ্গে জড়িত থাকবে না।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার