কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার জুয়া খেলার সময় ১২ হাজার ৮১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন রনচন্ডি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন, রুহুল আমিন, এনামুল হক, আতিয়ার রহমান ও আব্দুর রাজ্জাক।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।