হোম > অপরাধ > রংপুর

ট্রেনের টিকিট কিনে দ্বিগুণ দামে বিক্রি, ২ কালোবাজারি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কিনে সেগুলো দ্বিগুণ দামে বিক্রির দায়ে ২ কালোবাজারিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার মুদিখানা এলাকার আব্দুস সামাদের ছেলে রুস্তম আলী (৪৫) ও সদর উপজেলার মির্জাপুর সুইহারী এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক (৫৫)। 

দিনাজপুর রেলওয়ে ও দুদক সূত্রে জানা গেছে, ক্রেতা সেজে টিকিট করতে যান দুদকের দুজন কর্মকর্তা। এ সময় ওই দুই কালোবাজারি দিনাজপুর থেকে ঢাকার দুটি টিকিটের দাম ১ হাজার করে মোট দুই হাজার টাকা দাবি করেন। এ সময় দুদকের কর্মকর্তারা টিকিট ওই দামে কিনতে রাজি হলেও লেনদেনের সময় কালোবাজারিদের হাতেনাতে গ্রেপ্তার করেন। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রয়েছেন। দিনাজপুর রেলওয়ের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে। 

দিনাজপুর জিআরপি পুলিশের উপপরিদর্শক মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করানো হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ