হোম > অপরাধ > রংপুর

মিঠাপুকুরে ভাতিজাদের ফাঁসাতে স্ত্রীকে খুন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে সাবেক ইউপি সদস্যের স্ত্রী ফাতেমা বেগমের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন হয়েছে। সৎ ভাইয়ের ছেলেদের ফাঁসাতে সাবেক ইউপি সদস্য গোলজার হোসেন তাঁর স্ত্রী  ফাতেমা বেগমকে শ্বাস রোধ করে হত্যা করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে গোলজার হোসেন তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ফাতেমা বেগমের ভাই বাহালুল মিয়া তাঁর বোনের স্বামী গোলজার হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৩ শতাংশ জমির মালিকানা নিয়ে সাবেক ইউপি সদস্য গোলজার হোসেনের সঙ্গে সৎ ভাই সিরাজুল ইসলামের ছেলে আব্দুল বাতেন ও  আব্দুল মজিদের বিরোধ চলে আসছে। গত বুধবার জমির দখল নেওয়া নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এতে গোলজার হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসা নিয়ে ফাতেমা বেগম ওই দিন রাতেই নিজ বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে শয়ন ঘরে তাঁর মরদেহ পাওয়া যায়। মরদেহটি কক্ষের মেঝেতে পড়েছিল। 

থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গোলজার হোসেন কে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান ওসি মোস্তাফিজার রহমান। ওসি আরও জানান, গোলজার হোসেন তাঁর সৎ ভাইয়ের ছেলেদের ফাঁসাতে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করেছেন। আজ শুক্রবার উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বটের চড়া গ্রামে ফাতেমা বেগমের দাফন করা হয়েছে বলে জানা গেছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ