হোম > অপরাধ > রংপুর

কালীগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। আজ মঙ্গলবার আসামিদের নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়। 

এর আগে দুপুরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) এবং আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)। 

মামলাসূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার একটি গ্রামের স্কুলপড়ুয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে আসামি রিপন মিয়া ও মনির উদ্দিন ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করেন। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও ওই রাতে তার খোঁজ পায়নি। পরদিন সোমবার সকাল ৬টার দিকে পাশের সতী নদীর ধারে ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় ফেলে রাখে এবং ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে স্থানীয় লোকজন নদীর পাশে ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই দিনই লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। 

এ বিষয়ে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মা কালীগঞ্জ থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেন।

কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল বলেন, মামলার পর তাৎক্ষণিকভাবে আসামিদের বাড়িতে ফোর্স পাঠিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার