হোম > অপরাধ > রংপুর

কালীগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। আজ মঙ্গলবার আসামিদের নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়। 

এর আগে দুপুরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) এবং আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)। 

মামলাসূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার একটি গ্রামের স্কুলপড়ুয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে আসামি রিপন মিয়া ও মনির উদ্দিন ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করেন। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও ওই রাতে তার খোঁজ পায়নি। পরদিন সোমবার সকাল ৬টার দিকে পাশের সতী নদীর ধারে ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় ফেলে রাখে এবং ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে স্থানীয় লোকজন নদীর পাশে ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই দিনই লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। 

এ বিষয়ে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মা কালীগঞ্জ থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেন।

কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল বলেন, মামলার পর তাৎক্ষণিকভাবে আসামিদের বাড়িতে ফোর্স পাঠিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড