হোম > অপরাধ > রংপুর

ধানখেতে পড়ে ছিল ভ্যান চালকের হাত-মুখ বাঁধা মরদেহ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে হাত ও মুখ বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। রাস্তার পাশের ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আজ মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতেই ভ্যানচালক মেহেদুলকে হত্যা করা হয়েছে।

নিহত মেহেদুল ইসলাম (৪২) একই ইউনিয়নের আব্দুল্লাপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তাঁর চার মেয়ে এবং দুই ছেলে আছে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। তবে তাঁর ভ্যানটি পাওয়া যায়নি।

প্রতিদিন মধ্য রাত পর্যন্ত ভ্যান চালিয়ে বাড়ি ফিরতেন মেহেদুল। কিন্তু গতকাল সোমবার তিনি বাড়ি ফেরেননি।

খবর পেয়ে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের দুই হাত এবং দুই পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ