হোম > অপরাধ > রংপুর

ধানখেতে পড়ে ছিল ভ্যান চালকের হাত-মুখ বাঁধা মরদেহ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে হাত ও মুখ বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। রাস্তার পাশের ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আজ মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতেই ভ্যানচালক মেহেদুলকে হত্যা করা হয়েছে।

নিহত মেহেদুল ইসলাম (৪২) একই ইউনিয়নের আব্দুল্লাপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তাঁর চার মেয়ে এবং দুই ছেলে আছে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশে ধানের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। তবে তাঁর ভ্যানটি পাওয়া যায়নি।

প্রতিদিন মধ্য রাত পর্যন্ত ভ্যান চালিয়ে বাড়ি ফিরতেন মেহেদুল। কিন্তু গতকাল সোমবার তিনি বাড়ি ফেরেননি।

খবর পেয়ে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের দুই হাত এবং দুই পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড