হোম > অপরাধ > রংপুর

আখখেতে গাঁজা চাষ করায় চাষি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় আখখেত থেকে সাড়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছ এবং শুকনা ২০০ গ্রাম গাঁজাসহ আয়নাল হক (৬৫) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আয়নাল হক বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া বলেন, ‘আয়নাল হক বিক্রির উদ্দেশ্যে নেশাজাতীয় মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্বর গ্রামে গতকাল বেলা ৩টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নির্দেশনায় সঙ্গীয়ও ফোর্সসহ আয়নাল হকের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আয়নাল হকের দেওয়া তথ্যমতে, তাঁর আখখেতে রোপণ করা সাড়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।’ 

এসআই আরও বলেন, ‘ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আয়নাল হককে অভিযুক্ত করে মামলা দায়ের করেছি।’ 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়নাল হক স্বীকার করেছেন যে, তিনি পুলিশ এবং গ্রামের লোকজনের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছেন। 

ওসি আরও বলেন, আয়নাল হকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়। আজ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত