হোম > অপরাধ > রংপুর

চালককে হত্যার পর অটো ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অটোচালক রাজু মিয়া (২০) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার দুপুরে সাদুল্যাপুর শহরে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি মকলেছুর রহমান, উপজেলার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, রিপন বর্মণ, হত্যাকাণ্ডের শিকার রাজুর মা রাবেয়া বেগম, ভাই আজিজার রহমান, বুলু মিয়া, আশরাফুল ইসলাম আজিজার রহমান, লুৎফর রহমান প্রমুখ।

দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে রাজু মিয়া অটোরিকশা চালাতেন। দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে। এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তারসহ তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রাজু মিয়া তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। একপর্যায়ে ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকা থেকে রাজুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজু মিয়া সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের ছেলে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ