ঠাকুরগাঁওয়ে মিলি চক্রবর্তী (৪৫) নামের এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী শহরের তাঁতিপাড়া মহল্লার সমীর কুমারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে ওই নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে দাহ্য পদার্থ দিয়ে নিহত ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত না হয়ে বলা যাবে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হয়ে বলা যাবে। মরদেহের শরীরের বেশির ভাগ অংশই পোড়া।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি আতিকুর রহমান আতিক (তদন্ত) বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।’