হোম > অপরাধ > রংপুর

বিয়ের দিন সকালে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১  

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের দিন সকালে অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান বাবলু (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান বাবলু জাহানাবাদ বাজারপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে আব্দুর রহমান বাবলু ওই কিশোরীকে তাঁর বাড়িতে রান্না করে দেওয়ার জন্য ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে সে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত বাবলু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অভিযোগ পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

ধর্ষণের ঘটনাটি দিনভর চেপে রাখার চেষ্টা করা হয় ভুক্তভোগীর পরিবার। কিন্তু সন্ধ্যায় তা জানাজানি হলে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। পরে গতকাল রোববার ভুক্তভোগীর মা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার দিন রাতে আমাকে লোকজন খবর দিলে উপস্থিত হয়ে জানতে পারি এতিম ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত বাবলু ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু