হোম > অপরাধ > রংপুর

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী দম্পতির সন্তান বেলায়েত হোসেন সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, তাঁর মা-বাবার সঙ্গে জমি নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আকন্দের বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে গেলে রাশেদ আকন্দকে তাঁর বাবা নুরুল ইসলাম বাধা দেন।

বেলায়েত হোসেন আরও বলেন, তাতে ক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার রাতে তাঁর বাবা নুরুল ইসলাম ও মা বিলকিস বেগমকে মারধর করেন রাশেদ আকন্দ। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিকার চেয়ে আজ বুধবার বিকেলে তিনি স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া বলেন, ‘সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ