গাইবান্ধার পলাশবাড়িতে ছোট ভাইয়ের হাতে মমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মমিনুল ইসলাম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বিকেলে দৈনিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মনোহরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মমিনুল ইসলামের সঙ্গে ছোট ভাই ফরহাদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে দুই ভাইয়ের মধ্য কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ তাঁর বড় ভাই মমিনুলের গলায় কাঁচি দিয়ে আঘাত করেন। তাতে ঘটনাস্থলেই মমিনুল মারা যান।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ফরহাদকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।