হোম > অপরাধ > রংপুর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা-সুন্দরগঞ্জ রোডে ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রিকশাচালক আশরাফ আলী (৫০)  সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে। আর গ্রেপ্তার সাদেকুল (৩৫) কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে আশরাফ রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। গাইবান্ধা-সুন্দরগঞ্জ রোডে ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে আগে থেকে ওত পেতে থাকা সাদেকুল তাঁর পথ রোধ করেন।  

এ সময় ছুরি দেখিয়ে রিকশা ও চাবি নিয়ে চালককে চলে যেতে বলেন সাদেকুল। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রিকশাচালক আশরাফের পেটে ছুরিকাঘাত করেন সাদেকুল। পরে স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সাদেকুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় গতকাল দিবাগত রাত ২টার দিকে সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ