হোম > অপরাধ > রংপুর

দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। তাতে কেউ হতাহত না হলেও বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা এইচএ প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৩৪১৬) নামের একটি বাসে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে কোতোয়ালী থানা ও দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

ওই বাসের চালকের সহকারী অমল দাস বলেন, বাসটি টার্মিনালে দাঁড় করে রাখা ছিল। রাত পৌনে ২টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হোটেলে যান তিনি। সেখান থেকে বাসে আগুনের খবর পেয়ে ছুটে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কা করা হচ্ছে, এটি নাশকতার একটি অংশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ