হোম > অপরাধ > রংপুর

সহপাঠীর ছবি এডিট করে ফেসবুকে পোস্ট, এসএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় শরিফুল ইসলাম শান্ত (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। 

জানা যায়, গ্রেপ্তার শরিফুল ইসলাম শান্ত জেলার তেঁতুলিয়া উপজেলার আমতলী বোয়ালমারী এলাকার নায়েব আলীর ছেলে। 

মামলা এজহার সূত্রে জানা যায়, শান্ত ও তাঁর এক সমবয়সী বান্ধবী সঙ্গে প্রাইভেট পড়তেন। সেই সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শান্ত একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বান্ধবীর বেশ কয়েকটি ছবি এডিট করে মাথার অংশ ঠিক রেখে অন্য নারীর খোলামেলা দেহ যোগ করে ফেসবুকে পোস্ট করেন। মেয়েটি সেই পোস্ট দেখার পর পরিবারকে জানায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে সামাজিক মর্যাদাহানী এবং ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে শান্তর বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া বলেন, ‘ওই মেয়ের বাবার শান্তর বিরুদ্ধে মামলা করলে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে আদালতে তাকে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ