হোম > অপরাধ > রংপুর

চোরাকারবারিদের ধাওয়া করে নদীতেই ঢলে পড়লেন বিজিবি সদস্য

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের এক সিপাহি। মাহাবুবুল আলম (৩১) নামে ওই সিপাহি ১৫ বিজিবি লালমনিরহাটের অধীন ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির সদস্য। তাঁর বাড়ি পঞ্চগড় জেলা সদরের খালপাড়া গ্রামে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম বালাতাড়ি সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের ও অন্যরা জানান, ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে একদল চোরাকারবারি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এলাকার পাশ দিয়ে নদী পেরিয়ে গোড়কমন্ডলের দিকে যাচ্ছিল। এ সময় বিজিবির তিন সদস্যের একটি টহল দল তাঁদের ধাওয়া করেন। চোরাকারবারির দল ওই স্থানে বারোমাসিয়া নদীতে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির এক সদস্য নদীতে নেমে তাঁদের পিছু নেন। পরে সিপাহি মাহাবুবুল নদী সাঁতরে ওই বিজিবি সদস্যকে অনুসরণ করেন। নদী পেরিয়ে হাঁটু পানিতে যাওয়ামাত্র ঢলে পড়েন তিনি। বাকি দুই বিজিবি সদস্য ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে নৌকায় করে মাহাবুবুলকে নদীর পাড়ে নিয়ে আসে। পরে তাঁকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। উত্তেজনাবশত হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।’ 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামকৃষ্ণ দেবতা দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ