হোম > অপরাধ > রংপুর

জমির বিরোধে ছোট ভাইকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রতিনিধি

চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের ছোট ভাই ইয়াকুব আলীকে (৪২) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বড় ভাই জাবেদ আলী পলাতক রয়েছেন।

আজ বুধবার সকাল ছয়টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর গ্রামের মাওলানা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী আর্জিনা বেগমসহ স্থানীয়রা বলেন , তার ভাশুর জাবেদ আলীর সঙ্গে জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলছে। এরই মধ্যে জাবেদ আলী ও তার জামাতা মিলে আমার স্বামী ইয়াকুব আলীকে কয়েকবার পিটিয়ে আহত করে। এ বিষয় নিয়ে আমরা থানায় মামলা করি। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যালকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় রাস্তায় ইয়াকুব আলীকে জাবেদ আলী ও তার জামাতাসহ আরও কয়েকজন মিলে আটক করে। পরে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। তারপর তারই বাড়ির সামনে ছোট একটি আম গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার মৃতদেহ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল তৈরি করেছে। রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ