হোম > অপরাধ > রংপুর

জমির বিরোধে ছোট ভাইকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রতিনিধি

চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের ছোট ভাই ইয়াকুব আলীকে (৪২) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বড় ভাই জাবেদ আলী পলাতক রয়েছেন।

আজ বুধবার সকাল ছয়টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর গ্রামের মাওলানা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী আর্জিনা বেগমসহ স্থানীয়রা বলেন , তার ভাশুর জাবেদ আলীর সঙ্গে জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলছে। এরই মধ্যে জাবেদ আলী ও তার জামাতা মিলে আমার স্বামী ইয়াকুব আলীকে কয়েকবার পিটিয়ে আহত করে। এ বিষয় নিয়ে আমরা থানায় মামলা করি। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যালকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় রাস্তায় ইয়াকুব আলীকে জাবেদ আলী ও তার জামাতাসহ আরও কয়েকজন মিলে আটক করে। পরে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। তারপর তারই বাড়ির সামনে ছোট একটি আম গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার মৃতদেহ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল তৈরি করেছে। রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ