হোম > অপরাধ > রংপুর

ট্রেনের ছাদে পড়ে ছিল রক্তাক্ত যুবকের লাশ, শিকলে বাঁধা ছিল পা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় পায়ে শিকল বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের (২৫) রক্তাক্ত মরদেহ পড়ে ছিল ট্রেনের ছাদে। আজ সোমবার দুপুরে কাউনিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের বগির ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক। তিনি বলেন, দুপুর ১টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে আসে। স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পর প্ল্যাটফর্মে থাকা লোকজন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শেষের দিকে ঠ-বগির ওপরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ছাদ থেকে এক পায়ে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। 

স্টেশনের প্ল্যাটফর্মের লোকজন জানান, তাঁরা ট্রেনের ছাদ থেকে বগিতে রক্ত গড়িয়ে পড়তে দেখে থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে। 

কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ