হোম > অপরাধ > রংপুর

শিশুকে ধর্ষণের অভিযোগে জেলহাজতে শিশু

প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম) 

বারো বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী আরেক শিশুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর পূর্বপাড়া নামক এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার শিশু উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর পূর্বপাড়া গ্রামের শাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

মামলার তদন্তকারী কর্মকর্তা রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঘটনার দিন (শুক্রবার) দুপুরে কন্যাশিশুটিকে কৌশলে একটি বাড়িতে ডেকে নেয় সেই কিশোর। এ সময় নির্যাতিত শিশুর ভাইসহ কয়েকজন সঙ্গী এগিয়ে গেলে ঘরের জানালা দিয়ে পালিয়ে যায় সে। পরে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। 

বয়স বিষয়ে এসআই লিটন মিয়া বলেন, বাদীর এজাহারে অভিযুক্তের বয়স ১৭ বছর দিলেও ধারণা করা হচ্ছে তার প্রকৃত বয়স ১৪–১৫ বছর। তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদনে সঠিক বয়স তুলে ধরা হবে। 

অভিযুক্ত কিশোরের মা দাবি করেন, তাঁর ছেলের বয়স ১৪ বছর। তিনি বলেন, ঘটনাটি অন্যের কাছে শুনেছি। তবে আমার ছেলে এ ঘটনায় জড়িত নয়। তাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি (তদন্ত) এমআর সাঈদ বলেন, গ্রেপ্তারকৃতকে আজ সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার