হোম > অপরাধ > রাজশাহী

ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে বৃদ্ধকে মারধর, ২ মেম্বার কারাগারে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদে ডেকে এনে বৃদ্ধকে মারপিট করার অভিযোগে দুজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—কুসুম্বার ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও সাহানুর ইসলাম। 

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বাঁশখুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহবুব হোসেন রহমতপুর শান্তিনগর মোড়ের সৈকতের নিকট থেকে পাওনা টাকা চাইতে যান। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য ফরিদুলের সঙ্গে মাহবুবের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত ফরিদুল পরে মাহবুবকে খুঁজতে তাঁর বাড়িতে যান। এ সময় মাহবুবকে না পেয়ে তাঁর বাবা আব্দুল জলিলকে ইউনিয়ন পরিষদ তুলে নিয়ে আসেন। একপর্যায়ে কয়েকজন মিলে বৃদ্ধ জলিলকে মারপিট করে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত দুজন ইউপি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড