হোম > অপরাধ > রাজশাহী

ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে বৃদ্ধকে মারধর, ২ মেম্বার কারাগারে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদে ডেকে এনে বৃদ্ধকে মারপিট করার অভিযোগে দুজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—কুসুম্বার ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও সাহানুর ইসলাম। 

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বাঁশখুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহবুব হোসেন রহমতপুর শান্তিনগর মোড়ের সৈকতের নিকট থেকে পাওনা টাকা চাইতে যান। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য ফরিদুলের সঙ্গে মাহবুবের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত ফরিদুল পরে মাহবুবকে খুঁজতে তাঁর বাড়িতে যান। এ সময় মাহবুবকে না পেয়ে তাঁর বাবা আব্দুল জলিলকে ইউনিয়ন পরিষদ তুলে নিয়ে আসেন। একপর্যায়ে কয়েকজন মিলে বৃদ্ধ জলিলকে মারপিট করে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত দুজন ইউপি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।’

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন