হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার চার গ্রামে ঈদ উদ্‌যাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার চারটি আজ ঈদ উদযাপন করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার চারটি গ্রামের শতাধিক পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদ্‌যাপন করছে। আজ শুক্রবার (৬ জুন) সকালে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তর বিঘি এলাকার একটি আমবাগানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন  ইউসুফ আলী। এতে স্থানীয় পুরুষ ও নারী মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ঈদের নামাজ ও কোরবানির পর এলাকাগুলোতে উৎসবের আবহ তৈরি হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই।

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তাফা বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগেভাগেই ঈদ উদ্‌যাপনের রেওয়াজ আছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও কিছু মানুষ আজ ঈদ উদ্‌যাপন করছেন। প্রতিবছরই এসব এলাকার কিছু ধর্মপ্রাণ মুসল্লি সৌদি সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করে আসছেন। স্থানীয়দের মতে, এটি তাঁদের ধর্মীয় বিশ্বাস ও চর্চার একটি অংশ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়