হোম > অপরাধ > ময়মনসিংহ

বিধবা ভাতার টাকা মহিলা লীগ নেত্রীর মোবাইলে, সত্যতা পেলেন সমাজসেবা কর্মকর্তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রিনা পণ্ডিত দেবনাথের বিরুদ্ধে দুই নারী ভাতাভোগীর ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুই বছর ধরে ওই নেত্রীর মোবাইল ব্যাংকিংয়ে এই টাকা যায়। এ নিয়ে ১৮ মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদের জেরে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান। 

উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বিধবা নারী নুরুন্নাহার আক্তার ও রাশিদা বেগমের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ২০২১ সালে ভাতার কার্ড করেন রিনা পণ্ডিত দেবনাথ। 

এ বিষয়ে রিনা পণ্ডিত দেবনাথের ব্যবহার করা মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিনে তদন্ত করে কার্ডের টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পেয়েছি। ভাতাভোগীদের বলেছি নম্বর পরিবর্তনের আবেদন করার জন্য। তাঁরা আবেদন করলে তাঁদের মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা দেওয়া হবে।’ 

তবে নেত্রীর নম্বরে যে টাকা গেছে সেটি উদ্ধারের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘অভিযোগ দিলে উদ্ধার করে দেওয়া হবে।’

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক