হোম > অপরাধ > ময়মনসিংহ

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ম্যানেজিং কমিটির সদস্যের ঘরে, লিখিত অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে গেলে বিতরণের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক কামাল উদ্দিন শিক্ষার্থীর অভিভাবককে অশ্লীল ভাষায় গালমন্দ করেছেন বলেও অভিযোগ উঠেছে। 

এ নিয়ে ভুক্তভোগী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুক্তামনির মা মর্জিনা আক্তার ১ জুন ওই অভিযোগ করেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জনশুমারি ও গৃহগণনা প্রকল্প থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ মদন উপজেলায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। ট্যাব বিতরণের আগে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কাছে নবম ও দশম শ্রেণির মেধা তালিকার ভিত্তিতে প্রথম তিনজন (রোল ১,২ ও ৩) করে মোট ৬ জন শিক্ষার্থীর তালিকা চাওয়া হয়। অন্যান্য বিদ্যালয়ের মতো উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয় থেকেও তালিকা দেওয়া হয়। 

নবম শ্রেণির ছাত্রী মুক্তামনির মা মর্জিনা আক্তার অভিযোগে বলেন, তালিকায় নবম শ্রেণির রোল নম্বর ৩–এর মুক্তামনির পরিবর্তে ট্যাব দেওয়া হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্যর মেয়েকে, যার রোল নম্বর ২১। প্রভাব খাটিয়ে স্বজনপ্রীতি করে ট্যাব বিতরণে অনিয়ম করা হয়েছে। প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’ দায়িত্বরত সহকারী শিক্ষক কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। পরে কামাল উদ্দিনের কাছে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় গালমন্দ করে বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি সমাধান হয়েছে।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি। ‘মিটিংয়ে আছি’ বলে এড়িয়ে যান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন বলেন, ‘বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’ অভিভাবককে গালমন্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওনার সাথে কথাকাটাকাটি হয়েছে, গালমন্দ নয়।’ 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারীর কাছে জানতে চাইলে বলেন, ‘ট্যাব বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ হয়েছিল। নিয়মানুযায়ী যে শিক্ষার্থী ট্যাবটি পাওয়ার কথা তাকে না দিয়ে অন্য শিক্ষার্থীকে দিয়ে দেওয়া হয়েছিল। তবে প্রকৃত শিক্ষার্থীকে ট্যাবটি ফিরিয়ে দিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।’ 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘শিক্ষা কর্মকর্তাকে বলব, বিষয়টি খতিয়ে দেখার জন্য।’

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা