হোম > অপরাধ > ময়মনসিংহ

মোহনগঞ্জে ব্যবসায়ী হত্যায় আরও একজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে পিঠা বিক্রেতা রুবেল মিয়াকে (৪৫) হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মোহাম্মদ হৃদয় মিয়া (২৮) নামের ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতে সোপর্দ করলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ হৃদয় মিয়া (২৮) আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। 

রুবেল হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় হত্যায় জড়িত থাকা অন্যদের নামও বলেছেন বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে একই ঘটনায় গত বুধবার বিকেলে মো. তুহিন মিয়াকে (১৯) গ্রেপ্তার করে আদলতে সোপর্দ করে পুলিশ। তুহিন মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালাঘরে পিঠা বিক্রি করতেন। প্রায়দিনই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরে রাতে থেকে যেতেন। গত ২৫ ফেব্রুয়ারি রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তার চালাঘরে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তাঁর গলায় গামছা প্যাঁচানো ও মুখে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এর কয়েক দিন আগে রুবেলের একটি মোবাইল ফোন চুরি হয়। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব হয় রুবেলের। 

পরে হত্যার ঘটনায় রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও সাতজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। তবে গ্রেপ্তার দুজন এজাহারভুক্ত ছিলেন না। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. ফরিদুল ইসলাম বলেন, শনিবার গ্রেপ্তার হৃদয় মিয়াকে আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ী রুবেল হত্যার ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁরা দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১