ঝিনাইদহের কালীগঞ্জে একটি গরু ও পিকআপ ভ্যানসহ ৩ চোরকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁদের আটক করা হয়।
আসামিরা হলেন-বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউনপাড়ার মৃত আনোয়ার শেখের ছেলে আল আমিন, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আসমত গাজির ছেলে রাব্বি গাজি ও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে রাব্বি হোসেন।
জানা যায়, আজ সকালে বারোবাজার হাইওয়ে পুলিশের একটি দল ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জের ফুলবাড়ি এলাকার রাস্তায় পেট্রল ডিউটি করছিল। এ সময় একটি পিকআপ ভ্যান গরু নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যান নম্বর ঢাকা-মেট্রো-১৩-৫৮৫৭। পুলিশ তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির ঘটনা বলে প্রমাণিত হয়।
এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, তাঁদের আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।