হোম > সারা দেশ > সাতক্ষীরা

নাদিরা ইয়াসমিনের যোগদান আটকাতে অধ্যক্ষ ও ডিসিকে সাতক্ষীরার শিক্ষার্থীদের স্মারকলিপি

সাতক্ষীরা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে সাতক্ষীরায় উত্তেজনা তৈরি হয়েছে। নাদিরা ইয়াসমিন যেন কলেজে যোগদান না করেন, সে দাবিতে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি পেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহর কাছে প্রথম স্মারকলিপি দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে আরেকটি স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া, তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সাতক্ষীরায় ইসলামবিদ্বেষী কাউকে বদলি বা নিয়োগ না করা।

শিক্ষার্থীদের দাবি, নাদিরা ইয়াসমিন ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এ কারণে শিক্ষার্থীরা মনে করছেন, তাঁর উপস্থিতি কলেজের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। এই স্মারকলিপি পেশে নেতৃত্ব দেন গণিত বিভাগের বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণিবিদ্যার ফাহমিদ আলম ও আব্দুল্লাহ আল মামুন, অর্থনীতির ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যার ইমরান নাজির শুভ এবং বাংলা বিভাগের শাওন হোসেন প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, শিক্ষার্থীদের জানানো হয়, যেহেতু বদলি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, তাই স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে