হোম > অপরাধ > খুলনা

ভাই-ভাবির বঁটির আঘাতে প্রাণ গেল সাইফুলের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাই ও ভাবির বঁটির আঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে সাইফুলের চাচাতো ভাই মহাবুল ইসলাম (৪৫) ও ভাবি কণা খাতুনকে আটক করা হয়েছে।  

নিহত সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। 

জানা যায়, নিহত সাইফুল ইসলাম ও মাহাবুল ইসলাম আপন চাচাতো ভাই। দুজনের সমবয়সী (৮ বছর) দুই ছেলে আছে। বৃহস্পতিবার দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করে। এ ঘটনার জের ধরে দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তাঁর স্ত্রী কণা বঁটি দিয়ে কুপিয়ে সাইফুলকে আহত করে। পরে গুরুতর আহত সাইফুলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাকী বলেন, বাচ্চারা খেলার সময় ধাক্কাধাক্কি মারামারি করেছিল। এ ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুলের মৃত্যু হয়েছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই পরিবারের শিশুদের খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তাঁর স্ত্রী কণার বঁটির আঘাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত