কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাই ও ভাবির বঁটির আঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে সাইফুলের চাচাতো ভাই মহাবুল ইসলাম (৪৫) ও ভাবি কণা খাতুনকে আটক করা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে।
জানা যায়, নিহত সাইফুল ইসলাম ও মাহাবুল ইসলাম আপন চাচাতো ভাই। দুজনের সমবয়সী (৮ বছর) দুই ছেলে আছে। বৃহস্পতিবার দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করে। এ ঘটনার জের ধরে দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তাঁর স্ত্রী কণা বঁটি দিয়ে কুপিয়ে সাইফুলকে আহত করে। পরে গুরুতর আহত সাইফুলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাকী বলেন, বাচ্চারা খেলার সময় ধাক্কাধাক্কি মারামারি করেছিল। এ ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুলের মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই পরিবারের শিশুদের খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তাঁর স্ত্রী কণার বঁটির আঘাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।