হোম > অপরাধ > খুলনা

ভাই-ভাবির বঁটির আঘাতে প্রাণ গেল সাইফুলের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাই ও ভাবির বঁটির আঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে সাইফুলের চাচাতো ভাই মহাবুল ইসলাম (৪৫) ও ভাবি কণা খাতুনকে আটক করা হয়েছে।  

নিহত সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। 

জানা যায়, নিহত সাইফুল ইসলাম ও মাহাবুল ইসলাম আপন চাচাতো ভাই। দুজনের সমবয়সী (৮ বছর) দুই ছেলে আছে। বৃহস্পতিবার দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করে। এ ঘটনার জের ধরে দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তাঁর স্ত্রী কণা বঁটি দিয়ে কুপিয়ে সাইফুলকে আহত করে। পরে গুরুতর আহত সাইফুলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাকী বলেন, বাচ্চারা খেলার সময় ধাক্কাধাক্কি মারামারি করেছিল। এ ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুলের মৃত্যু হয়েছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই পরিবারের শিশুদের খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তাঁর স্ত্রী কণার বঁটির আঘাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ