হোম > অপরাধ > খুলনা

ব্যাংকের এজেন্ট হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় আক্তারুজ্জামান সেতু (২১) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তারর করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী। গ্রেপ্তারকৃত আক্তারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর মধ্যপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে গাংনীতে আসার পথে গাড়াডোব-আমঝুপি সড়কে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় টাকার ব্যাগ আঁকড়ে ধরে খাদেমুল ইসলাম চিৎকার করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এরপর খাদেমুল ইসলামকে গাংনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে টাকার ব্যাগ স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করে। ব্যাগ থেকে ৪৬ লাখ টাকা পাওয়া যায়। হত্যার ঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

নিহত সিটি ব্যাংক এজেন্ট খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার