হোম > অপরাধ > খুলনা

এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন মাদ্রাসার সুপার 

প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল) 

এতিমদের চাল বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নড়াইলের লোহাগড়ার রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার সুপার শরিফ আরিফুজ্জামান হিলালী। গত সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার শিশুদের খাওয়ার জন্য নড়াইল জেলা প্রশাসক গত ৩০ জুন সরকারের গ্রাজুয়েটি রিলিফ (জিআর) প্রকল্প থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। প্রতিষ্ঠানের সুপার মাওলানা শরিফ আরিফুজ্জামান হিলালী ওই চাল সম্প্রতি লোহাগড়া খাদ্যগুদাম থেকে উত্তোলন করে এতিমখানায় নিয়ে যান। তিনি সেখান থেকে ২৭০ কেজি (৯ বস্তা) চাল গত সোমবার লোহাগড়া বাজারে বিক্রি করার জন্য নিয়ে এলে বাজারে কঠোর লকডাউনে টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শরিফ আরিফুজ্জামান হিলালী ওই চাল মাদ্রাসার বলে স্বীকার করেন। তখন পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালসহ সুপারকে আটকের নির্দেশ দেন।

এ সময় দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভিন ভ্রাম্যমাণ আদালতে ওই মাদ্রাসা সুপারের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং উদ্ধার চাল রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার এতিমদের মাঝে ফেরত দেন।

প্রতিষ্ঠানের সুপার মাওলানা শরিফ আরিফুজ্জামান হিলালী জানান, এতিম ছাত্রদের অন্যান্য খরচ মেটানোর জন্য কমিটির সঙ্গে আলোচনা করে বরাদ্দ করা চাল থেকে কিছু চাল বিক্রি করার জন্য বাজারে আনা হয়েছিল।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন বলেন, সুপারের স্বীকারোক্তি মোতাবেক ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উদ্ধার হওয়া চাল এতিমদের মাঝে ফেরত দেওয়া হয়েছে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক