হোম > অপরাধ > খুলনা

চুয়াডাঙ্গায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগীরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রজব আলী ওরফে রাজা একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন।

পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক সুমন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজা। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পাননি। শনিবার সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেছে। নিহত রাজ্জাক কৃষিকাজ করতেন। পাশাপাশি তিনি গ্রাম্য কবিরাজ ছিলেন। তাঁর দুই ছেলে প্রবাসে থাকেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগীরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কৃষকেরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার