হোম > অপরাধ > খুলনা

চুয়াডাঙ্গায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগীরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রজব আলী ওরফে রাজা একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন।

পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক সুমন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজা। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পাননি। শনিবার সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেছে। নিহত রাজ্জাক কৃষিকাজ করতেন। পাশাপাশি তিনি গ্রাম্য কবিরাজ ছিলেন। তাঁর দুই ছেলে প্রবাসে থাকেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগীরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কৃষকেরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার