হোম > অপরাধ > খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি হওয়া ২৬৩ কেজি তারসহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। 

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ওই তারের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। 

আটককৃতরা হলেন—বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনা জেলার রুপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)। 

মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ও আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আনসার সদস্যরা। 

আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬০টি অভিযানে ৭৯ লাখ ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৫৪ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি