যশোরের শার্শা সীমান্ত থেকে ফুলছুদ্দিন খাঁ (৪০) নামে ১৪ মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফুলছুদ্দিন শার্শার পাকশিয়া খালপাড়া গ্রামের সুলতান খাঁর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আমিরুল ইসলাম বলেন, গোপন খবরে জানতে পারি শার্শা সীমান্তে মাদকের বেচাকেনা চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে ফুলছুদ্দিন খাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এএসআই আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগে ১৪টি মাদক মামলা রয়েছে।