হোম > অপরাধ > খুলনা

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাতে বাগেরহাট শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাইফুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৫) সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া গ্রামের সামছুল হাওলাদারের ছেলে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী বলেন, রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বড়বাশবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) তাঁকে মুখ চেপে ধরে বাড়ির পাশের সুপারি বাগানে নিয়ে যান। এরপর তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, নারীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার