হোম > অপরাধ > খুলনা

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাতে বাগেরহাট শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাইফুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৫) সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া গ্রামের সামছুল হাওলাদারের ছেলে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী বলেন, রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বড়বাশবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) তাঁকে মুখ চেপে ধরে বাড়ির পাশের সুপারি বাগানে নিয়ে যান। এরপর তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, নারীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার