হোম > অপরাধ > খুলনা

গাংনীতে দোকানের টিন কেটে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে দোকানের চালের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে চুরির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে দোকানির পরিবারের লোকজন হইচই করলে তাঁরা গিয়ে দেখেন ওপরের টিন কাটা এবং দোকানের স্বর্ণালংকার নেই। 

দোকানের মালিক মো. মাসুদ রানা বাবু বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকালে দোকানে এসে দেখি ওপরের টিন কাটা। পরে দোকান খুলে দেখি সব চুরি হয়ে গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে চুরির ঘটনা ঘটে। আমার সংসার চালানোর একমাত্র উপায় ছিল এই দোকান। দোকানে ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।’ 

দোকানের মালিক আরও বলেন, ‘এলাকার লোকজন রাতে চোরকে ধাওয়া করে। চোর আমার দোকানে চুরি করে আবার অন্যের বাড়িতে চুরি করতে গিয়েছিল। কিন্তু লোকজন ধরতে পারেনি, পালিয়ে গেছে। চোরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) তৌহিদ উদ্দিন বলেন, ‘চুরি হওয়ার ঘটনা শুনে সকালে ঘটনাস্থলে আসি। পরে দেখি ওপরের টিন কেটে দোকানের স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোর।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আর চোরকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক