হোম > অপরাধ > খুলনা

গাংনীতে দোকানের টিন কেটে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে দোকানের চালের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে চুরির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে দোকানির পরিবারের লোকজন হইচই করলে তাঁরা গিয়ে দেখেন ওপরের টিন কাটা এবং দোকানের স্বর্ণালংকার নেই। 

দোকানের মালিক মো. মাসুদ রানা বাবু বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকালে দোকানে এসে দেখি ওপরের টিন কাটা। পরে দোকান খুলে দেখি সব চুরি হয়ে গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে চুরির ঘটনা ঘটে। আমার সংসার চালানোর একমাত্র উপায় ছিল এই দোকান। দোকানে ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।’ 

দোকানের মালিক আরও বলেন, ‘এলাকার লোকজন রাতে চোরকে ধাওয়া করে। চোর আমার দোকানে চুরি করে আবার অন্যের বাড়িতে চুরি করতে গিয়েছিল। কিন্তু লোকজন ধরতে পারেনি, পালিয়ে গেছে। চোরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) তৌহিদ উদ্দিন বলেন, ‘চুরি হওয়ার ঘটনা শুনে সকালে ঘটনাস্থলে আসি। পরে দেখি ওপরের টিন কেটে দোকানের স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোর।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আর চোরকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার