হোম > অপরাধ > খুলনা

গাংনীতে দোকানের টিন কেটে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে দোকানের চালের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে চুরির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে দোকানির পরিবারের লোকজন হইচই করলে তাঁরা গিয়ে দেখেন ওপরের টিন কাটা এবং দোকানের স্বর্ণালংকার নেই। 

দোকানের মালিক মো. মাসুদ রানা বাবু বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকালে দোকানে এসে দেখি ওপরের টিন কাটা। পরে দোকান খুলে দেখি সব চুরি হয়ে গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে চুরির ঘটনা ঘটে। আমার সংসার চালানোর একমাত্র উপায় ছিল এই দোকান। দোকানে ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।’ 

দোকানের মালিক আরও বলেন, ‘এলাকার লোকজন রাতে চোরকে ধাওয়া করে। চোর আমার দোকানে চুরি করে আবার অন্যের বাড়িতে চুরি করতে গিয়েছিল। কিন্তু লোকজন ধরতে পারেনি, পালিয়ে গেছে। চোরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) তৌহিদ উদ্দিন বলেন, ‘চুরি হওয়ার ঘটনা শুনে সকালে ঘটনাস্থলে আসি। পরে দেখি ওপরের টিন কেটে দোকানের স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোর।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আর চোরকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত