হোম > অপরাধ > খুলনা

মেহেরপুরে মানবপাচারের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

লিবিয়ার মানবপাচারের দায়ে মাসুদ রানা (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর মানব পাচার দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ১৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম এ রায় দেন। ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম রায়। 

দণ্ডিত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারের নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, সইবুর রহমানকে ভালো বেতনে লিবিয়ায় যাওয়ার প্রলোভন দেখান মাসুদসহ কয়েকজন দালাল। ছেলে ও পরিবারের উন্নত ভবিষ্যৎ চিন্তা করে এতে রাজি হন বাবা আকবর আলী মীর। ইসলামী ব্যাংকের মাধ্যমে ৭ লাখ টাকা দেন মাসুদ রানাকে। ২০১৪ সালের ১ জুলাই সইবুরকে তাঁর বাড়ি থেকে লিবিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান মাসুদ। এরপর থেকেই ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি আকবর আলী মীর। মাসুদ রানার কাছ থেকেও কোনো সদুত্তর মেলেনি। পরে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন আকবর আলী। আদালত অভিযোগটি আমলে নেন। মুজিবনগর থানাকে মামলা দায়ের পূর্বক তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

পুলিশের তদন্তে উঠে আসে মাসুদ রানার মানবপাচার চক্রের সম্পৃক্ততা। লিবিয়ার পাচারের কিছুদিন পর মারা যান সইবুর রহমান। অবৈধভাবে লিবিয়ায় পাঠানোর কারণে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনাও সম্ভব হয়নি। মামলার সাক্ষ্য প্রমাণে মাসুদ রানা দোষী হিসেবে সাব্যস্ত হয়।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক