বাগেরহাটে মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার খান জাহান আলী মাজার রোডে এ ঘটনা ঘটে। নিহত মল্লিক দেলোয়ার হোসেন সদর উপজেলার রণবিজয়পুর এলাকার ঈশান উদ্দিন মল্লিকের ছেলে। এলাকার মাজার মোড়ে তাঁর ছোট মুদিদোকান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় হুমায়ুন কবীর (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়। আটক হুমায়ূন কবীর সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত মহিদের ছেলে। তবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, খান জাহান আলী মাজারসংলগ্ন রোডের দোকানে ঢুকে হত্যা করা হয় এক ব্যবসায়ীকে। রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূল হত্যাকারীকে আটক করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।