হোম > অপরাধ > খুলনা

ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ইবি প্রতিনিধি

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিবলী আলী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ শনিবার বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিবলী ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিবলী আলী বলেন, ‘সকালে বিভাগের শ্রেণিকক্ষে সিট নিয়ে একই শিক্ষাবর্ষের ব্যাচমেট শাখা ছাত্রলীগ কর্মী আসিফ আহমেদ শিমুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ি। পরে অভিযুক্তের মদদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিয়নসহ প্রায় ৫ থেকে ৭ জন ছাত্রলীগ কর্মী আমার ওপর হামলা করে। আহত অবস্থায় আমি বন্ধুদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।’

অভিযুক্ত আসিফ আহমেদ শিমুল বলেন, ‘ক্লাসের বেঞ্চ থেকে আমার ব্যাগ সরিয়ে শিবলী ওখানে বসে। ক্লাস শেষে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে রিয়ন আসলে তাঁর সঙ্গেও কথা-কাটাকাটি হয়। পরে ওটা মিটমাট করে আমি রুমে চলে আসি। পরে কি হয়েছে তা আমি জানি না।’

আরেক অভিযুক্ত রিয়ন বলেন, ‘সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় শিমুল ভাইয়ের সঙ্গে ঝামেলা হতে দেখে আমি সেখানে যাই। এ সময় ভুক্তভোগীর হাতের আঘাত আমার কাঁধে লাগে। তাই আমি তাঁকে একটু মারধর করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অভিযুক্তের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করতে একটি কমিটি করা হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার বিচার করা হবে।’ 

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’