হোম > অপরাধ > খুলনা

বাঁশবাগানে মিলল ১০ বোমা, ২০০০ বোমার সরঞ্জাম, গ্রেপ্তার ৪ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রাম থেকে ১০টি তাজা বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে বিস্ফোরকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মোড়লের ছেলে আলা হোসেন (২৬), একই গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান (২১), জমির মোড়লের ছেলে সজীব হোসেন (২৩) ও বারোপোতা গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে আজগার আলী (৫০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগানে ১০টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম নিয়ে কয়েকজন বোমা তৈরি করছিল। এমন ঘটনা দেখে গ্রামবাসী তাদের ধাওয়া দিলে এসব জিনিস ফেলে রেখে তারা পালিয়ে যায়। 

পরে বেনাপোল পোর্ট থানা-পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে বাঁশবাগান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে। এ ঘটনায় পরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ৫ নম্বর পুটখালী ইউনিয়নের আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকেরা এসব বোমা তৈরি করছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহিষা ডাঙ্গা ও বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার