বাগেরহাট সদর উপজেলায় কাভার্ডভ্যানসহ ৯০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ওই কাভার্ডভ্যানের চালকসহ দুজন মাদক কারবারিকে আটক করে তারা। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন র্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার তারেক আমান বান্না।
গতকাল রোববার রাতে বাগেরহাট সদরে উপজেলায় অভিযান এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাগেরহাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
আটককৃতরা হলেন—কুমিল্লা জেলা সদরের মো. ফয়সাল মিয়া (২৭) ও মো. জাহাঙ্গীর আলম (৩৮)।
র্যাব কর্মকর্তা তারেক আমান বান্না আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাগেরহাট থেকে বিপুল পরিমাণ মাদক চোরাচালান হবে। অভিযান চালিয়ে সংবাদের সত্যতা পাওয়া যায়। মাদক কারবারিদের আটক করতে সক্ষম হই। ঈদ উপলক্ষে তাঁরা এই গাঁজা ছোট মাদক কারবারিদের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।’