হোম > অপরাধ > খুলনা

প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে এক নারীকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগে মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই নারী বাদী হয়ে তাঁর মেয়ের প্রাইভেট টিউটরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ আসামি তারক কুমার বিশ্বাসকে (৩৪) গ্রেপ্তার করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম মামলার সংক্ষিপ্ত বিবরণীর বরাত দিয়ে বলেন, গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে তারক বিশ্বাস ওই নারীর ভাড়া বাসায় তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতে যান। এ সময় বাসায় আর কেউ না থাকায় নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি মডেল থানায় একটি মামলা করেছেন। 

জানা গেছে, ওই নারী বিধবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সুবাদে ফকিরহাট এলাকায় একটি ভাড়া বাড়িতে স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করেন। মাস ছয়েক ধরে তাঁর মেয়েকে প্রাইভেট পড়াচ্ছেন তারক কুমার। প্রাইভেট টিউশনি করাই তারকের পেশা।

পুলিশ অভিযুক্ত তারক কুমার বিশ্বাসকে গতকাল শনিবার দুপুর ১টার দিকে যাত্রাপুরের লাউপালা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি গ্রামের নারায়ণ কুমার বিশ্বাসের ছেলে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার