হোম > অপরাধ > খুলনা

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্র অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলার জুগিয়া পালপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র নাঈম (১৩) অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিখন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে মেহেরপুরের রনি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে।

জানা যায়, গত রোববার কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া পালপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় নাঈম। নিখোঁজের পরদিনই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে নাঈমকে ছাড়িয়ে নেওয়া জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই সঙ্গে মোবাইলে শোনানো হয় নাঈমকে নির্যাতনের বর্ণনা। এ ঘটনায় গত সোমবার নাঈমের মা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নাইমের মায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে উদ্ধারকাজ শুরু করেন র‍্যাব সদস্যরা। র‍্যাবের কার্যকলাপ টের পেয়ে অপহরণকারীরা বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় নাঈমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে নাঈমকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে নাঈমের বাবা মিল্টন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‍্যাব-১২ ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান বলেন, নাঈমকে উদ্ধারের পর র‍্যাব সদস্যরা তাঁদের সোর্স ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপহরণকারী দলের মূল সদস্য লিখন মিয়াকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত