বাগেরহাটে সুন্দরবন থেকে ডিঙি নৌকা ও শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ইসহাকেরছিলা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা না গেলেও এ নিয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
এ নিয়ে জানতে চাইলে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকারের ফাঁদ ও নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেছে। এ নিয়ে আমাদের মামলার প্রস্তুতি চলছে।’