হোম > অপরাধ > খুলনা

বৃদ্ধের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মাহাবুব ইলাহী নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলা সদরের নকিপুর জমিদারবাড়ির সন্নিকটে ভুলুর মোড় এলাকায় ঘটনা ঘটে।

আহত মাহাবুব ইলাহী নকিপুর-মাজাট গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা অধ্যক্ষ আশেক ইলাহীর ছোট ভাই।

ভুক্তভোগীর পরিবার জানায়, ফজরের নামাজের জন্য বৃদ্ধ মাহাবুব বাড়ি সংলগ্ন মসজিদে যাচ্ছিলেন। একপর্যায়ে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল পেছন থেকে এসে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি চিৎকার শরীর থেকে পোশাক খুলে পাশের পুকুরের নামেন। পরে আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। দুপুরের দিকে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আহত বৃদ্ধার ভাতিজা আব্দুর রহমান বলেন, যুমনা বাঁচাও আন্দোলন ও নকিপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে আন্দোলন করায় তিনি কিছু মানুষের বিদ্বেষের পাত্র হয়েছিলেন। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক মাহাবুবর রহমান বলেন, রোগীর দুই পা ও উরুসহ শরীরের নিচের অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিবুল ইসলাম বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনা হবে।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি