হোম > অপরাধ > খুলনা

মোরেলগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যু, গ্রেপ্তার ১

মোরেলগঞ্জ (বাগেরহাটে) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী (৭০) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে এই মারধরের ঘটনা ঘটে। এ সময় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ চান্দে আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় নিহতের ছেলে হিরণ মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ বাবা নিহতের ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমরা অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে চান্দেআলী তাঁর স্ত্রী খাদিজা বেগমকে মারধর করেন। ঘরে ফিরে মাকে মারধরের ঘটনা শুনে চান্দে আলীর ছেলে হিরণ লাঠি দিয়ে তাঁর বাবাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার