হোম > অপরাধ > খুলনা

মোরেলগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যু, গ্রেপ্তার ১

মোরেলগঞ্জ (বাগেরহাটে) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী (৭০) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে এই মারধরের ঘটনা ঘটে। এ সময় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ চান্দে আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় নিহতের ছেলে হিরণ মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ বাবা নিহতের ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমরা অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে চান্দেআলী তাঁর স্ত্রী খাদিজা বেগমকে মারধর করেন। ঘরে ফিরে মাকে মারধরের ঘটনা শুনে চান্দে আলীর ছেলে হিরণ লাঠি দিয়ে তাঁর বাবাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক